আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


করোনা : তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম অব্যাহত

করোনা ভাইরাসে সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার তালা জনতা ব্যাংক শাখার কার্যক্রম সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন অব্যাহত রেখেছে ।
আজ রোববার সকালে তালা জনতা ব্যাংক শাখা কার্যালয়ে গিয়ে দেখা যায়, গ্রাহকদের হাত ধুয়েই ব্যাংকে প্রবেশ করতে হচ্ছে। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংকে লেনদেন করতে হচ্ছে। ২৯ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
গ্রাহকরা জানান, ব্যাংক খোলা থাকায় স্বাভাবিক ভাবে লেনদেন করতে পারছি।
তালা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান জানান, জেলা এরিয়া প্রধান মোঃ জাকির হোসেনের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করছেন গ্রহকরা। ব্যাংকে প্রবেশ করার পূর্বে গ্রাহকদের হাত ধোয়োর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন স্বাভাবিক আছে।


Top