সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এক দিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে বেসরকারি সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে ও আশাশুনি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। রোববার (২৩ জুলাই) আশাশুনি উপজেলার শ্রীউলা ও সদর ইউনিয়নে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরণের ওয়াস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এমদাদুল হক, ব্রাইট স্পোর্টিং ক্লাবের সভাপতি গনেশ চন্দ্র সরকার, স্টেপ প্রকল্পের পিও পার্থ কুমার দে, সিএফ খান আলামিন, সুমন কুমার নাগ, ওয়াস প্রকল্পের সমির বাছাড় প্রমুখ।