• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অধিক দামে মাস্ক বিক্রির দায়ে ফাল্গুনী বস্ত্রালয়কে ২০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ২০:৩৩ অপরাহ্ণ
অধিক দামে মাস্ক বিক্রির দায়ে ফাল্গুনী বস্ত্রালয়কে ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় ধার্যকৃত দামের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রয়ের দায়ে ফাল্গুনী বস্ত্রালয়কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) বিকালে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, ধার্যকৃত দামের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ফাল্গুনী বস্ত্রালয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অধিক মূল্যে যেন বিক্রয় করা না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সোমবার সাতক্ষীরা শহরের ওষুধের দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। #