আজ || শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


৯৫তম জেঠুয়া সর্বজনীন অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু শুক্রবার

সাতক্ষীরার তালা উপজেলায় জেঠুয়া সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী অষ্টপ্রহর ব্যাপী ৯৫ তম মহানাম যজ্ঞ শুক্রবার ৯ জুন থেকে শুরু হবে।

প্রতি বছরের ন্যায় এ বছরও মহানাম যজ্ঞের গন্ধাধিবাস, মঙ্গলঘট স্থাপন, অষ্টপ্রহরব্যাপী অখন্ড তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন (মহানাম যজ্ঞ) অতঃপর কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরতি ও প্রসাদ বিতরণসহ তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন জেঠুয়া সর্বজনীন পূজা মন্দির।

৯৫ তম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আহবায়ক বাবু দিলীপ কুমার অধিকারী জানান, ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ ১৩৩৫ বঙ্গাব্দ থেকে শুরু করে আজও অব্দি অতি সুনামের সাথে বিদ্যমান আছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সর্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হবে।

নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী ভক্তবৃন্দের পদধূলিতে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠবে যজ্ঞভূমি এই জেঠুয়া গ্রামটি। উক্ত মহানাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহানাম যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সদস্য সচিব মনি শংকর হালদার জানান, বাংলা ২৫ শে জ্যৈষ্ঠ ১৪৩০ ইং ৯ জুন ২০২৩ রোজ শুক্রবার শুরু হবে। শ্রী শ্রী মহানাম যজ্ঞের গন্ধাধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত আলোচনা। শনিবার অষ্টপ্রহর ব্যাপী অখন্ড তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন। রবিবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরতি ও প্রসাদ বিতরণ।


Top