আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


২৫শ’ টাকা পাওয়ার ৮ লাখ মোবাইল নম্বর বাতিল

করোনা মহামারিতে ৫০লাখ মানুষকে নগদ আড়াইহাজার টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার দেয়ায় ৮ লাখ নম্বর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শিগগিরই নতুন তালিকা করার কথা জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, একই নম্বর একাধিকবার থাকলেও টাকা একবারের বেশি যাবে না। মহামারী করোনায় খাদ্য সংকট মোকাবিলায় গেল মার্চের ২৪ তারিখ থেকে সরকার দেশব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু করে। প্রথমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেও এ মাসের ১৪ তারিখ দেশে প্রথমবারের মতো ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫শ’ টাকা করে অর্থ সহায়তা দেয়া শুরু করে সরকার। নগদ অর্থ সহায়তা দেয়া শুরুর দিন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর বের হতে থাকে একাধিক নামে ব্যবহার হচ্ছে একই মোবাইল নম্বর। এতে যাদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে তারা তা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। আর অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের জনপ্রতিনিধিদের দিকে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সরকারেরও। সরকারের এ মহত উদ্দোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
ত্রাণ প্রতিমন্ত্রী জানান, একাধিক বার ব্যবহার হয়েছে এমন ৮ লাখ নম্বর ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, আমরা খবর নিয়েছি। শুধু একটাই না ৫০ লাখের মধ্যে ১৬ পার্সেন্ট ডাটায় এমন সমস্যা আছে। অনেকের মোবাইল না থাকায় যারা তালিকা করেছে তাদের নিজের নাম্বার দিয়েছে। তিনি জানান, আড়াই হাজার টাকা করে দেয়া এই নগদ সহায়তা একটি নম্বরে একবারই যাবে। সুতরাং একাধিকবার নম্বর দেয়া হলেও কেউ অনিয়ম করতে পারবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এটা শনাক্ত হয়েছে। এর সংশোধন করা হচ্ছে। ঈদের আগেই সংশোধিত পরিবারে টাকা দেয়া হবে। ঈদের আগেই সংশোধিত ৮ লাখ পরিবারের কাছে নগদ সহায়তা পৌঁছে যাবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী।


Top