আজ || শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


হোয়াটসঅ্যাপ চ্যাটে বন্ধ হচ্ছে স্ক্রিনশট

চ্যাটে স্ক্রিনশট বন্ধ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং আরো গোপন ও সুরক্ষিত হবে।

সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মেসেজ ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠানো হবে, সেগুলোর স্ক্রিনশট নেওয়া যাবে না। একবার দেখা হয়ে গেলে স্ক্রিন থেকে অদৃশ্য হবে এই চ্যাট। ভিউ ওয়ান্সের মাধ্যমে শুধু ছবি ও ভিডিও পোস্ট করা যায়।

ইতোমধ্যে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘দারুণ জনপ্রিয়তা পেয়েছে ভিউ ওয়ান্স ফিচার। ছবি ও ভিডিও পাঠানোর জন্য অনেকেই ফিচারটি ব্যবহার করছেন।’

‘এবার ভিউ ওয়ান্স ফিচারে স্ক্রিনশট ব্লক করার অপশন আসছে। ইতোমধ্যেই আমরা এই ফিচারটির পরীক্ষা শুরু করেছি। শিগগির এটি সব গ্রাহকের ফোনে পৌঁছে যাবে।’

চলতি সপ্তাহে আরও দুটি সুরক্ষা ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। প্রথম ফিচারে নীরবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া যাবে। আগে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হলে গ্রুপের সব সদস্যের কাছে নোটিফিকেশন পৌঁছাত। এবার শুধুমাত্র অ্যাডমিনরাই সে তথ্য জানতে পারবেন।

এছাড়াও আরো একটি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। সেখানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে অনলাইন থাকলেও কেউ জানতে পারবেন না। চলতি মাসেই এ ফিচারগুলো সবার ফোনে পৌঁছে যাবে।


Top