তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর, বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ও শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এ জয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে এসেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বল হাতেও আলো ছড়িয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসান। ওয়ানডেতে মাশরাফীর সর্বোচ্চ ২৬৯ উইকেটের রেকর্ড স্পর্শ করেছেন নাম্বার সেভেনটি ফাইভ। শেষ ম্যাচে আর একটা উইকেট পেলেই ওয়ানডে ও টি টোয়েন্টির পর এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন সাকিব।
জুনিয়ররা সেভাবে জ্বলে উঠতে না পারায় কিছুটা চিন্তায় আছেন টাইগার কোচ। তারপরেও সবার সমন্বিত চেষ্টায় লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের।
প্রতিপক্ষ শ্রীলঙ্কা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে আছে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও।