প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় আগামী ১৫ই ফাল্গুন ১৪২৬, ২৮শে ফেব্রুয়ারি- ২০২০, রোজ- শুক্রবার সকাল ১০টা হতে শ্রী শ্রী গোবিন্দ কুঞ্জে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হাকিমপুর গ্রামে শ্রী শ্রী গীতা পারায়ন ভাগবত অনুষ্ঠান ও বৈষব সেবা অনুষ্ঠান হবে।
উক্ত অনুষ্ঠানে ভাগবত পাঠ করবেন শ্রীদ নারায়ন উত্তম গৌস্বামী, নির্মল দাস, সন্তোষ দাস ও নিতাই দাস। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।