শিরোনাম

হজে এবার কাবা শরিফে চুমু নিষিদ্ধ

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

করোনাভাইরাস মহামারীর কারণে এবারের সীমিত পরিসরে হজের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বিধি অনুযায়ী, এবার হজ পালনকারীরা কাবা শরিফে ও হাজরে আসওয়াদে চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না। শয়তানের উদ্দেশে পাথর ছুড়ে মারার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে।

সৌদি গেজেট জানায়, হজ পারমিট ছাড়া হজের জন্য পবিত্র স্থান মিনা, মুযদালিফা ও আরাফাতের ময়দানে প্রবেশ ১৯ জুলাই (২৮ জিলক্বদ) থেকে হজের পঞ্চম দিন ১২ জিলহজ পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

মহামারীর কারণে এবার কোনো বিদেশিকে হজে যাওয়ার সুযোগ দিচ্ছে না সৌদি আরব। যারা আগে থেকে সেখানে অবস্থান করছেন, শুধু তারাই হজ করতে পারবেন।

সংশ্লিষ্ঠ আরও খবর