নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় নিহত নাসিকের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম চেয়ারম্যান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম বলেন, আমার বাবা শুক্রবার সকাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন।
বাবাকে আমরা ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
শহীদুল ইসলামের ভাই হাসমত আলী হাসু বলেন, আমার ভাইয়ের বয়স ৭০ বছর। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
শুক্রবার সকাল থেকে তার ডায়রিয়া হলে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নাসিকের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ খুনের বিচারের দাবিতে সরব ভূমিকা পালন করেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যান।