সাতক্ষীরার শ্যামনগরে পাতাখালিতে বেড়িবাঁধের দাবি তোলায় স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে ফুঁসে উঠেছে সেই এলাকার সচেতন উপকূলবাসী।
রোববার (৩০ মে) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চৌদ্দরশি ব্রিজে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর অংশগ্রহনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সচেতন উপকূলবাসী অভিযুক্ত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে জানানোয় শনিবার (২৯ মে) ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলমগীর হোসেন।