সুশান্তের শোকে মারা গেলেন বৌদি

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলিউডের তরুণ তুর্কী সুশান্ত সিং রাজপুত। ফরেনসিক প্রতিবেদনেও তার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। অভিনেতার এমন অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই। সোশ্যাল মিডিয়া ভরে গেছে বলিউড তারকাদের শোকবার্তায়। একজন তো শোকে জীবনই হারালেন।

ভারতীয় মিডিয়ার খবর বলছে, সুশান্তের মৃত্যুশোক সইতে না পেরে মারা গেছেন সুধাদেবী নামে তার এক বৌদি। অভিনেতার আত্মহত্যার খবর বিহারের পূর্ণিয়া জেলায় নিজ বাড়িতে পৌঁছানোর পর থেকেই শোকে ভেঙে পড়েছিলেন তিনি। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

খবরে বলা হয়েছে, সোমবার রাতে মুম্বাইয়ে যখন সুশান্তের অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, ঠিক তখন বিহারের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান সুধাদেবী। সুশান্তের মৃত্যুশোকের ধাক্কাতেই তিনি মারা গেছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। এই সুধাদেবী ছিলেন সম্পর্কে অভিনেতা সুশান্তের এক তুতো দাদার স্ত্রী।

প্রসঙ্গত, মুম্বাইয়ে বান্দ্রার ফ্ল্যাটে একাই থাকতেন সুশান্ত। রবিবার সকালে অভিনেতার দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন তার গৃহপরিচারক। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতপাতালে পাঠায়। সোমবার ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়, অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত।

সংশ্লিষ্ঠ আরও খবর