সুশান্তের মৃত্যুতে পাগলের মতো কেঁদেছেন প্রথম প্রেমিকা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০

অভিনয় জগতে পা রাখার পর সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম সম্পর্ক গড়ে উঠেছিল ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। দুই বছর আগেই দাঁড়ি পড়েছিল সে সম্পর্কে। এরপর একাধিক বার প্রেম এসেছে সুশান্তের জীবনে। অঙ্কিতাও গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এক ব্যবসায়ীর সঙ্গে। লখডাউন উঠলে তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন চলছিল।

তবুও সাবেক প্রেমিক সুশান্তের মৃত্যুকে মেনে নিতে পারেননি অঙ্কিতা। তাকে মন থেকে মুছতেও পারেননি। তাই অন্যদের মতো শোকে বিহ্বল অঙ্কিতাও। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রার্থনা নামে অভিনেত্রীর এক সহকর্মী জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর খবর শুনে রবিবার সারাদিন পাগলের মতো কেঁদেছেন অঙ্কিতা। এখনো তিনি থেমে থেমে কেঁদে চলেছেন।

প্রার্থনা আরও জানান, ‘সুশান্তের শেষকৃত্যে উপস্থিত থাকতে চেয়েও অঙ্কিতা যেতে পারেননি। কারণ তার ও সুশান্তের পুরনো সম্পর্ক নিয়ে আবার টানাহেঁচড়া চলুক, সেটা তিনি চায়নি। তবে মঙ্গলবার বান্দ্রার বাড়িতে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে যান অঙ্কিতা। সুশান্তের বান্দ্রার বিল্ডিংয়ের ৬ তলার ফ্লোরে আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনাও জানান অভিনেত্রী। সেই ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

বলিউডে আসার আগে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সেট থেকে অঙ্কিতার সঙ্গে প্রেম হয়েছিল সুশান্তের। ছয় বছর টিকেছিল সেই সম্পর্ক। সিরিয়ালে কাজ করতে করতে বলিউডে ডাক পড়ে সুশান্তের। তারপর একের পর এক সিনেমা। বলিউডে আসার পর প্রথমে কৃতি শ্যানন এবং শেষ রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুশান্তের। চলতি বছরের নভেম্বরে সুশান্ত-রিয়ার বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু সেসব এখন অতীত।

প্রসঙ্গত, গেল রবিবার সকালে ম্বুাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে পাওয়া যায় ডিপ্রেশনের কিছু ওষুধ ও প্রেসক্রিপশন। প্রাথমিকভাবে তখন পুলিশ ধারণা করে, অবসাদে আত্মঘাতী হয়েছেন সুশান্ত। পরবর্তীতে অভিনেতার দেহের ময়নাতদন্ত করে চিকিৎসকরাও জানিয়ে দেন, গলায় ফাঁস লাগার কারণেই সুশান্তের মৃত্যু হয়েছে। কিন্তু কোন হতাশায় তিনি চলে গেলেন, তা এখনো অজানা।

সংশ্লিষ্ঠ আরও খবর