আজ || শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

খবর প্রতিবেদন: সুন্দরবনে বন রক্ষীদের দেখে বস্তা ভর্তি হরিণের মাংস ও নৌকা ফেলে পালালো কয়েকজন হরিণ শিকারি। এসময় ৬ বস্তায় ১৩২ কেজি মাংস ও ১ নৌকা জব্দ করে বন বিভাগের সদস্যরা।

আজ মঙ্গলবার ( ১১ জুন) ভোর রাতে পশ্চিম সুন্দরবনের শাকবাড়িয়া টহল ফাঁড়ির চালকি খাল এলাকায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তা ভর্তি মাংস ও নৌকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরা শিকারিকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়৷

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, সুন্দরবন থেকে একদল হরিণ শিকারি বনের মায়াবী হরিণ জবাই করে তা নৌকা যোগে লোকালয় নিয়ে যাচ্ছে এমন খবর আসে বন বিভাগের কাছে। সাথে সাথেই কয়েকজন বন রক্ষীদের সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা। তখন হরিণ শিকারিদের রেখে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকাসহ ৬ টি বস্তায় রাখা ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে হরিণ শিকারের সাথে সংশ্লিষ্ট কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বন রক্ষীরা বলে জানায় স্টেশন কর্মকর্তা। এবিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছ।


Top