আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে : সিটি মেয়র

খুলনা চিত্র ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা আজ বুধবার (০৫ জুন) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এর শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় মেয়র বলেন, সুন্দর শহরের স্বপ্ন আমরা সবাই দেখি। মানুষ ভালো পরিবেশে বাস করতে চায়। এজন্য কাজ চলমান আছে। প্রকৃতি আমাদের বহু দুর্যোগ থেকে বাঁচায়। সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জান-মালের ক্ষতি কমিয়েছে। তিনি আরও বলেন, খুলনার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যারাই কাজ করবে তাদের সহায়তা করা হবে। এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বাস্তবায়িত হলে এর সুফল সাধারণ মানুষ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র-কাউন্সিলর সবাইকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, শহরকে জলবায়ু সহিষ্ণু, পরিবেশবান্ধব, বাসপোযোগী করা এবং দায়িত্বশীল নাগরিক তৈরির কোন বিকল্প নেই। এ জন্যই দাতাসংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে পরিচালিত এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প শুরু হয়েছে। যা কেসিসি’র সাথে অংশীদারিত্বেরভিত্তিতে খুলনা শহরে আগামী চার বছর ধরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে কেসিসি’র সকল সিস্টেম ডিজিটালকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন করতে ইকোস্কুল বা সবুজ শিক্ষা প্রতিষ্ঠানের মডেল পাইলটিং, নগর স্বাস্থ্যকেন্দ্রের পদ্ধতিগত সংস্কার, গ্রিনহাউজ গ্যাস বা কার্বন নি:সরন কমানো, সবুজায়ন-ছাদকৃষি সম্প্রসারণ, নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজকে সম্পৃক্ত করে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনাসহ বিবিধ কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, প্যানেল মেয়র-২ এস এম খুরশিদ আহম্মেদ, প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনরা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেসিসি’র কাউন্সিলর, ইউএসএআইডি-ব্রাকসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে পরিবেশ দিবস এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ (এআরসি) প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও এআরসি প্রকল্পের টিম লিডার ফারজানা আফরোজ।


Top