আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


সিএমএম কোর্টে তোলার অপেক্ষায় আনিসুল হক ও সালমান এফ রহমান

আইন-আদালত : সিএমএম কোর্টে তোলার অপেক্ষায় আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায়, তাদের সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেন- রাজধানীর নিউমার্কেট থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায়, তাদের গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে; ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে দু’জন নিহত হন। তাদের একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায়, নিউমার্কেট থানায় দু’টি হত্যা মামলা হয়েছে।

তিনি আরও জানান, ওই হত্যাকাণ্ডে ইন্ধনদাতা হিসেবে ছিলো দুই সাবেক মন্ত্রীর নাম। নৌপথে পালিয়ে যাওয়ার সময়, ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে, ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা । দেশ ছাড়ার পর থেকেই তার মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন আত্মগোপনে আছেন।


Top