স্টাফ রিপোর্ট ঃ ১৪ আগস্ট দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীনের সঞ্চালনায় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আযাদ, গীতাপাঠ করেন সিনিয়র শিক্ষক নবকুমার ভট্টাচার্য। শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, শেখ মুস্তাফিজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, জিএম আলতাফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান ও সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছাসহ ক্রেস্ট প্রদান করেন সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, মোস্তফা খাইরুল আবরার, রোকেয়া সুলতানা, শারমিন সুলতানা, নার্গিস আরা। মানপত্র পড়ে শোনান সহকারী শিক্ষক রাশেদুজ্জামান। বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল গভীর শাকাতুর পরিবেশে। অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।