স্টাফ রিপোর্টার::
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শিফটের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য প্রদান করেন প্রভাতি শিফটের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসান, দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, শেখ মুস্তাফিজুর রহমান, তাহমিনা আখতার, রোকেয়া সুলতানা, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, শামিমুল ইহসান। অভিভাবকদের মধ্যে বেশিরভাগ মত প্রকাশ করেন এই ধরনের সমাবেশ শিক্ষকদের সাথে অভিভাবকদের একটা মেলবন্ধন সৃষ্টি হবে। একটা ভাল যোগাযোগ হবে। শিক্ষার্থীদের ভাল ফল তৈরি, ভাল মানুষ তৈরিতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শোকের মাস আগস্ট তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।