স্টাফ রিপোর্টারঃ ২৬ এপ্রিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির ছাত্র সুদীপ্ত দেবনাথ। শিক্ষার্থীদের বিশেষ টোকেন প্রদান করা হয়। ছাত্রদের মধ্যে বক্তৃতা করেন পরীক্ষার্থীদের মধ্যে ফাহিম শাহরিয়ার, ইয়াছিন মাহমুদ, লাবিব, হাসিব কবির।
কুরআন তেলাওয়াত করেন হাসিব কবির, গীতা পাঠ করেন শ্রেয়ান মজুমদার। শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক কানাইলাল মজুমদার, গাজী মোমিন উদ্দীন, আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ ও প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
সিনিয়র শিক্ষক আব্দুস ছবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আযাদ।