৪ জুন বিকেল ৫টায় সাতক্ষীরাস্থ দৈনিক পত্রদূত পত্রিকার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় নজরুলের সাহিত্য ও জীবন কর্ম নিয়ে আলোচনা করেন সাবেক সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, অধ্যাপক ইদ্রিস আলি, কবি নিশিকান্ত বন্দোপাধ্যায়, কবি অরুন স্যানাল, কবি সৌহার্দ্য সিরাজ প্রমুখ।
স্বরচিত আঞ্চলিক কবিতা পাঠ করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন। এই সাহিত্য আড্ডাটি সঞ্চালনা করেন পত্রদুত পত্রিকার সাহিত্য সম্পাদক গাজী শাহজাহান সিরাজ।।