সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই শনিবার বিকালে শহরের প্রাণসায়েরে পার্শে বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন।
স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম, বৃক্ষরোপন ও বিতরণ উপ কমিটির আহবায়ক আয়শা বিনতে আহমেদ, অর্থ সম্পাদক সেলিম হোসেন, সদস্য সচিব ও সিনিয়র রোভার মেট আল মামুন, রোভার ওসামা বিন, খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের সিনিয়র রোভার মেট ইমতিয়াজ মাহবুব সিয়াম, রোভার মোরাশরফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ।