আজ ৩১ মার্চ। প্রয়াত সাংবাদিক তালা প্রেসক্লাব’র সহ-সভাপতি ও আইনজীবি সহকারী এস.এম. নুর আলী’র ২০ তম মৃত্যু বার্ষিকী। ২০০০ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
জীবদ্দশায় দীর্ঘদিন তিনি প্রকাশিত দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, দৈনিক শক্তি, দৈনিক সমাচার, গণমত, নগরবার্তা, দৈনিক আল মুজাদ্দে, দৈনিক মিল্লাতসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত ছিলেন।
প্রয়াত সাংবাদিক এস. এম. নুর আলী মৃত্যুবার্ষকী উপলক্ষে মরহুমের ছেলে তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. সেলিম হায়দার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেছেন।