খবর বিজ্ঞপ্তি: ১৫তম বর্ষে পদার্পনে সময়ের খবর কার্যালয়ে এসে সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলামের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুর পথ পাড়ি দেয়া সময়ের খবর পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভাকাক্সক্ষী ও সংবাদকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন সম্পাদক। আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই সন্ধ্যায় বার্তা কক্ষে আনন্দের হিলোল বয়ে গেল শুভাকাক্সক্ষীদের পদচারণায়। সময়ের খবর’র উত্তরোত্তর প্রবৃদ্ধি ও কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ কামনা করেন আগতরা।
সন্ধ্যায় ফুল হাতে আসেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোলা, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মলিক সুধাংশু। আসেন এনটিভি’র খুলনা প্রতিনিধি মুন্সী আবু তৈয়ব এবং মাইটিভি’র খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মলিক। অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, মোঃ সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম নূর, আরজি উজ্জল, এইচ ডি হেলালসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নিসচা : গতকাল সন্ধ্যায় ফুলে তোড়া নিয়ে মিষ্টি মুখ করেন নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, সাধারণ সম্পাদক শিরিনা পারভীন, মোঃ নাসিফ ইকবাল, মোঃ ওহিদুল ইসলাম সিদ্দিকী, মামুনার রশীদ, মোঃ রফিকুল ইসলাম ও আলিম আক্তার হিরা প্রমুখ।
এদিকে সময়ের খবরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানাকে খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।