জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৭ ই মার্চ রাত ১২ টা ১ মিনিটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী। শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যূরাল শুভ উদ্বোধন এবং ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জম্মদিনের কেক কাটেন প্রধান অতিথি সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গেফারীর সভাপতিত্বে শুভ জম্ম শতবার্ষিকীর শুভ সূচনালগ্নের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম(বাবু), উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ -উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি)আব্দুল হাই সিদ্দীক,থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সাধারন সম্পাদক জাহিদ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাবেক সহ সভাপতি অসিম কুমার মৃধা, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: আল-মামুন লিটন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও শ্যাম. উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ এর যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান সাদ্দাম, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন) সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য বৃন্দ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজ সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।