• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ ইমাম উদ্দীন সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শুরু হল শিক্ষা ও সমাজ সেবায় শেখ ইমাম উদ্দীন সংসদের শুভযাত্রা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০, ০২:১৩ পূর্বাহ্ণ
শেখ ইমাম উদ্দীন সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাইকগাছার কপিলমুনিতে শেখ ইমাম উদ্দীন সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের হল রুমে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মোঃ কবির আহম্মেদ। শেখ ইমাম উদ্দীন সংসদের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিএমএ’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিশিষ্ট চিকিৎক ডাঃ শেখ শহিদুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেখ ইমাম উদ্দীন সংসদের যুগ্ম আহ্বায়ক জি,এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ও মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কপিলমুনি কলেজের সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শেখ আব্দুর রশীদ, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম খোকন, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, কপিলমুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি শেখ সামসুল আলম পিন্টু, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, শেখ আব্দুস সবুর সহ অন্যান্য সাংবাদিক ও শিক্ষানুরাগী প্রমুখ।

এসময় শেখ ইমাম উদ্দীন সংসদের নেতৃবৃন্দরা বলেন,  কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একটি সুপ্রাচীন এবং গৌরবজ্জ্বল প্রতিষ্ঠানের নাম। পাইকগাছার কপিলমুনিতে স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু মহোদয়ের মায়ের নামে স্থাপিত এ বিদ্যালয়টি যেমন বহু ঐতিহ্যের ধারক তেমনি অনেক গুনী ব্যক্তিত্বের প্রথম বিদ্যাপীঠ। আর শেখ ইমাম উদ্দীন ছিলেন বিদ্যাপীঠের প্রাণ এবং সকলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক। শিক্ষকতা জীবনে সহচরী বিদ্যা মন্দিরকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। মহান শিক্ষাগুরুর আলোয় আলোকিত হয়েছেন বহু ছাত্র। যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা এখনো কৃতজ্ঞ চিত্ত্বে স্মরণ করেন তাঁকে।

তারা আরো বলেন, শেখ ইমাম উদ্দীন ইতিহাসে সোনালী সময় পার করা এই বিদ্যাপীঠটি ঢেলে সাজিয়েছিলেন। শেখ ইমাম উদ্দীন স্যারের স্মৃতি সংরক্ষণে তারই অনুগামী তারই গুনগ্রাহী কতিপয় সাবেক শিক্ষার্থীর আত্মিক প্রচেষ্টায় গত ১২ আগষ্ট আত্মপ্রকাশ করে শেখ ইমাম উদ্দীন সংসদ নামের সংগঠনটি। শিক্ষা ও সমাজ সেবায় সব সময় পাশে থাকার পাশে থাকার সংকল্প নিয়ে শুরু হয়ে পথচলা। আজকের আয়োজনের মধ্য দিয়ে সেই সংকল্পের শুভ যাত্রা শুরু হল। এর আগে বিভিন্ন সময়ে শেখ ইমাম উদ্দীন স্যারের হাতে গড়া রত্নরা একে একে সমবেত হলে এক আবেগঘণ পরিবেশের মধ্য দিয়ে এক মহামিলন মেলার সৃষ্টি হয়।