খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মানব শিশু কৈশোরে পদার্পণের সময়ে নতুন কিছু দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে থাকে। বিশেষ করে কিশোরীদের উলেখযোগ্য পরিবর্তন হচ্ছে ঋতুস্রাব। কিশোরীদের জন্য এ বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া হলেও শুধুমাত্র সচেতনতার অভাবে তাদের ভুগতে হয় দীর্ঘমেয়াদী অসুস্থতায়।
সিটি মেয়র বুধবার সকাল ১০টায় নগরীর দৌলতপুর সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস-২০২৪ পালন উপলক্ষে আয়োজিত র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
‘‘আসুন, সবাই মিলে গড়ি-মাসিক বান্ধব পৃথিবী’’ প্রতিপাদ্য নিয়ে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘নবলোক’ এ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা দরকার। একই সাথে তিনি শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ঋতুকালীন স্বাস্থ্য বিধি ব্যবস্থাপনা বিষয়ে পাঠদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উলেখ্য, ২০১৪ সালের বাংলাদেশের স্বাস্থ্যবিধি সমীক্ষা অনুযায়ী মাত্র ১১% শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা ছিল এবং ২০১৮ সালের ফলোআপ জরীপে দেখা যায় যে মাসিক বা ঋতু¯্রাবকালীন ৩০% মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে ও ৩৪% মেয়ে ঋতু¯্রাবকালীন ব্যবস্থাপনায় পুরাতন কাপড় ব্যবহার করে যা অস্বাস্থ্যকর। এর ফলে নারীদের স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস পায় এবং পারিবারিক ও জাতীয় উন্নয়নে প্রভাব ফেলে বলে অনুষ্ঠানে বক্তারা জানান।
পরে নগরীতে সচেতনতামূলক বাইসাইকেল রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সিটি মেয়রের নেতৃত্বে ক্যাম্পেইনটি মুহসীন স্কুল মোড় থেকে শুরু হয়ে রেলিগেট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে শিক্ষক, শিক্ষিকা, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে কিশোরীদের ব্যক্তিগত হাইজিন কার্যক্রম সম্পর্কে করণীয় ও ঋতুকালীন স্বাস্থ্য বিধি সঠিকভাবে চর্চার গুরুত্ব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় ঋতুকালীন স্বাস্থ্য বিধি ব্যবস্থাপনা বিষয়ে পিতা-মাতার ভূমিকা নিয়ে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক হাসনাহেনা ও প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। অন্যান্যের মধ্যে শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুমানাই ইয়াসমিন, থানা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মমিন, নবলোক-এর নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার সুমনা সাহা, নবলোক-এর সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা, সংস্থার ওয়াশ-৪ আরবান পুওর প্রকল্পের ব্যবস্থাপক আব্দুলাহ আল মামুন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।