স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন তার নিজ প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধূলায় অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে ২০ জুলাই ১ সেট জার্সি প্রদান করেন।
খবরে প্রকাশ, খেলাধুলা প্রিয় মানুষ ও চলতি বছরে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক গাজী মোমিন উদ্দীন শিক্ষার্থীবান্ধব একজন সৃজনশীল শিক্ষক। তিনি শিক্ষার্থীদের দেশপ্রম ও অসাম্প্রদায়িক চেতনায় শানিত করতে, নিয়মিত খেলাধুলায় আগ্রহ সৃষ্টিতে ও পড়াশুনার পাশাপাশি ভাল মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।
২০ জুলাই সকাল দশটায় তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের হাতে এই জার্সি তুলে দেন। এসময়ে ১১ জন শিক্ষার্থী জার্সি পরে প্রধান শিক্ষক ও গাজী মোমিন উদ্দিনের সাথে ফটোসেশন করে। অত্যন্ত প্রাণচাঞ্চল্য শিশুরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়।