সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলন করায় আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য শাহীন বিল্লাহকে লাঞ্চিত করার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মে) সকাল ১০টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদের হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। আরও বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উত্তরণ কর্মকর্তা জাহিন শামস্ সাক্ষর, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সরদার সাব্বির আহম্মেদ, তালা ব্লাড ব্যাংকের এডমিন আব্দুল্লাহ আল মামুন সৈকত, গ্রীণ ম্যানের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, আমরা বন্ধু তালা উপজেলা শাখার সদস্য সেখ রাশীদুজ্জামান রাজা, ওয়াসিফ আহমেদ জিসান, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্ঘ্য ঘোষ, এসএম তানভীর হোসেন,রাফসান আহমেদ, সরদার সাকিব প্রমুখ।