আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


শহরের পলাশপোলে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা

সংসদ বিলুপ্ত, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবীতে শহরের পলাশপোলে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোসলেম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রওনক বাসার, আব্দুল জব্বার মাস্টার, মহুয়া মঞ্জুরী, আব্দুল্লাহ আল গালিব (বাবলা) প্রমুখ।

সভায় সকলের সম্মতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোসলেমকে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রওনক বাসার, আব্দুল জব্বার মাস্টার, মোঃ বায়েজীদ হাসান, আব্দুল্লাহ আল গালিব (বাবলা) কে সদস্য করে গণতন্ত্র মঞ্চের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দেশিত সকল কর্মসূচী যথাযথ ভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।


Top