মো:আজিজুল ইসলাম(ইমরান)।।
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে দুস্থ , অসহায়, কর্মহীন শতাধিক পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক চত্বরে এ সবজি বিতরণ করা হয়।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামির উপস্থিত থেকে মানুষের মাঝে শাক সবজি বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, সাংবাদিক, হাফিজুর রহমান, ইসারাত আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি বলেন, ‘জেলা পুলিশ সুপারের অনুপ্রেরণায় কালিগঞ্জ সার্কেল হিসেবে আমি খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি।
কৃষকের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি আমরা কর্মহীন পরিবারের মাঝে দিয়ে যাচ্ছি । এতে করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে পেতে পারেন ।
তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
তিনি আরও বলেন, আজ আমরা শতাধিক পরিবারকে সহযোগিতা করেছি। করোনা প্রাদুর্ভাব যতদিন থাকবে আমাদের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।
১৩/৫/২০