কেএমপি’র লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন অনলাইন জুয়াড়ি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় নগরীর হাজী আব্দুল মালেক সড়কের মোঃ সুমন শেখ (২৩), জিন্নাপাড়ার চুমকি সড়কের মোঃ মুরাদ মোলা (২৩), ছোট বান্দা রহমানিয়া গলির মোঃ রবিউল ইসলাম (২৩), মোহাম্মাদনগর মেম্বার সড়কের রুহুল আমীন (৪২), সাচিবুনিয়া স্কুলভিটার রাকিব মুলা (২৯) ও কয়রার ভাগবা গ্রামের তৈয়েবুর গাজীকে (২০) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবণচরা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।