আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


রেসিপি : তাল দিয়ে পাটিসাপটা

বাজারে উঠতে শুরু করেছে পাকা তাল। তাল দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব পিঠা। তার মধ্যে একটি হলো তালের পাটিসাপটা। সুস্বাদু এই পিঠা তৈরি করা খুব সহজ। এমনকী তার জন্য প্রয়োজন হবে না চালের গুঁড়ারও। ময়দা আর সুজির সঙ্গে প্রয়োজন হবে অল্পকিছু উপকরণের। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তাল- ১টি

সুজি- ১০০

ময়দা- ১৫০ গ্রাম

দুধ- ৩৫০ মিলি.

চিনি- ২৫০ গ্রাম

নারিকেল কোরানো- অর্ধেকটা

তেল- ৩ টেবিল চামচ

লবণ- ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে তালের পাল্প বের করে জ্বাল দিতে হবে। তাল জাল দেওয়ার সময় ফেনা তৈরি হয়, সেই ফেনা চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। তাল একটু ঘন হয়ে এলে ৩ টেবিল চামচ একটা বাটিতে তুলে রাখতে হবে বাকী অংশ ভালো করে জ্বাল দিতে হবে। একটু শুকিয়ে এলে কোরানো নারিকেল ও প্রয়োজন মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরি করে নিন।

সুজি পানি দিয়ে ধুয়ে ১/২ ঘণ্টা অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ময়দা, ভেজানো সুজি, চিনি, দুধ, এক চিমটি লবণ ও তালের পাল্প দিয়ে বেটার তৈরি করে নিতে হবে। এই বেটার ১/২ ঘণ্টা রেখে দিন। চুলায় ননস্টিকের প্যানে তেল লাগিয়ে এক হাতা করে বেটার দিয়ে ছড়িয়ে গোল করে দিন। মাঝখানে লম্বা করে পুর দিয়ে ফোল্ড করে ভেজে নিন। তুলে পরিবশেন করুন সুস্বাদু তালের পাটিসাপটা।


Top