রেসলিং ছাড়লেন ‘দি আন্ডারটেকার’

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

পেশাদারি রেসলিংয়ে তাকে সবচেয়ে বড় তারকা বললেও ভুল হবে না। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) থেকে নিজের ৩০ বছরের পথচলার ইতি টানলেন ‘দ্য আন্ডারটেকার’। মূলত মার্ক ক্যালাওয়ে নামের এই রেসলার অবসরের ঘোষণা দিয়েছেন। ‘আন্ডারটেকার: দ্য লাস্ট রাইড’ নামের শেষ ডকুসিরিজটিই হবে তার রিংয়ের ভেতর শেষবারের মতো প্রবেশ।

এ প্রসঙ্গে আন্ডারটেকার বলেন, ‘আর কখনো না, আমার ক্যারিয়ারের এই সময়ে আমি সিদ্ধান্ত নিয়েছি রিংয়ে আর ফিরবো না। এবার কাউবয় সত্যিই চলে যাচ্ছে।’

পেশাদারি ক্যারিয়ারে আন্ডারটেকার শেষবার লড়বেন এজে স্টাইলের সঙ্গে। আর তার অবসরের ব্যাপারটি ডব্লিউডব্লিউই এক টুইটের মাধ্যমে নিশ্চিত করে জানিয়েছে, ধন্যবাদ টেকার।

৫৫ বছর বয়সী আন্ডারটেকার রাসেলমেনিয়াতে ২৭বার লড়ে ২৫বারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন।

সংশ্লিষ্ঠ আরও খবর