আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


রূপসায় নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত ৩ দিনে খুমেক হাসপাতালে ভর্তি ২৭

খুলনা চিত্র ডেস্ক: খুলনার রূপসা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই। সংঘাতে আহত হয়ে গত ৩ দিনে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। শুক্রবার বিকেলেই গুরুতর জখম হয়ে ভর্তি হয়েছেন ৭ জন। এর মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের মা, স্ত্রী ও ছোট সন্তান রয়েছেন। ভাঙচুর হয়েছে জাবুসা, মৈশাঘুনি, বাঁধাল, জোয়ার গ্রামের অন্তত ১৫/২০টি বাড়িতে।

আহতরা সবাই রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী অধ্যক্ষ ফেরদৌস সরদারের পক্ষে মাঠে ছিলেন। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। গত ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব বিজয়ী হন। তিনি ও তার অনুসারীদের বিরুদ্ধেই হামলা, বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন আহতরা। অবশ্য এস এম হাবিবের অনুসারীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিদিনই হামলা, বাড়িঘর ভাঙচুর চলমান থাকায় রক্তপাত এড়াতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন অধ্যক্ষ ফেরদৌস সরদার। শুক্রবার চিঠি দিয়ে হামলা ও ভাঙচুরের বিবরণ তুলে ধরে গ্রামগুলো পুলিশ মোতায়েন এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা দৃশ্যমান হয়নি।

শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে দেখা গেছে, মাথা, পিঠে, হাতে ধারালো অস্ত্রের আঘাত গুরুতর জখম হয়েছেন অনেকে। কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পরাজিত প্রার্থী ফেরদৌস সরদার জানান, ৫ জুন রাত থেকেই হামলা, নির্যাতন ও বাড়ি ভাঙচুর শুরু হয়েছে। ওই রাতে ৫নং দেয়াড়া ওয়ার্ডের অগ্রদূত মাঠে শাওন ও শামীমকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। দুর্জনীমহলে হুমাই শেখ ও মনিরুল শেখ, সামন্তসেনা গ্রামের হোসেন আলী, হাবিব শেখ, আব্দুল মজিদ ফকির, মোকছেদ আলী ফকির ও সালাউদ্দিন পিন্টুকে কুপিয়ে জখম করা হয়েছে। আইচগাতী ইউনিয়নের চেয়ারম্যান বাবুলের গ্রামের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

এ ব্যাপারে এস এম হাবিবের বক্তব্য জানা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। তার প্রধান নির্বাচনী সমন্বয়কারী অধ্যক্ষ ফ ম সালামের মোবাইলও বন্ধ রয়েছে।

সার্বিক বিষয় নিয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নির্বাচন পরবর্তী সহিংতার ঘটনায় একটি মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাকিগুলো ছোটখাটো ঘটনা। চড়-থাপ্পর খেয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে।


Top