সারাদেশ : রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে চায়ের দোকানের ওপর গাছ উপড়ে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলার বাঘার বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। চাপা থাকার আশঙ্কায় বর্তমানে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিহতরা দুজনই বাঘার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে হুট করেই মেঘ কালো হয়ে কালবৈশাখী ঝড় ওঠে। ঝড়ের তাণ্ডবে বিশাল বড় একটা পাইকড়ের গাছ রাজার মোড়ে উপড়ে চায়ের দোকানটির ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। গাছের নিচে আরও কয়েকজন চাপা পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।