ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখনও দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতর আটকা পড়ে আছেন এর চালক ও হেলপার। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান।