জাতীয়: রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়। শিক্ষার্থীরা এখন সড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে।
এর আগে, সরকারি চাকরিতে কোটা বাতিল, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
এ সময়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় শিক্ষার্থীরা।