আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


রাজগঞ্জে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু

যশোরের রাজগঞ্জ এলাকায় মানষিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে মারা গেছে পঙ্গু পিতা ছায়েল উদ্দিন (৫৫)।
এঘটনায় পুলিশ নিহতের দুই ছেলেকে আটক করেছে।

বুধবার (২৭ মে) বিকালে মণিরামপুরের রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট এলাকার আটঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছায়েল উদ্দিন নেংগুড়াহাট এলাকার আটঘরা গ্রামের মৃত ছাম দাড়িয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত পঙ্গু হয়ে নিজবাড়ীতেই পরিবারের সাথেই থাকতেন।

স্থানীয় লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ প্রতিনিধিকে জানান, মানুষিক ভারসাম্যহীন ছেলে ইদ্রিস আলীকে সব সময় বেঁধে রাখা হতো। ঈদ উপলক্ষ্যে বাধন খুলে দিলে এদিন হঠাৎ তার পিতার মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

এসময় নিহতের বড় ছেলে কুদ্দুস আলী (৩০) ও হত্যাকারি ছেলে মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীকে (২৬) আটক করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Top