আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


রতনপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীতে জনজীবন বিপর্যস্ত। ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে সরকারি নির্দেশনা মেনে অধিকাংশ মানুষ ঘরের মধ্যে নিরাপদে অবস্থান করছেন। কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

এসব অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন। তিনি নিজস্ব অর্থায়নে কর্মহীন দুস্থ মানুষের বাড়ি বাড়ি যেয়ে পৌছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শনিবার সকাল থেকে তিনি প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণের সমন্বয়ে খাদ্যদ্রব্যের একটি করে প্যাকেজ পৌছে দেন।

ইতোমধ্যে ৪ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন বলেন, সাধারণ মানুষের জন্য এধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণে সহায়তা করেন।


Top