শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

রজনীকান্তের বাড়িতে বোমা হামলা, করোনার ভয়ে পুলিশকে বাঁধা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০

করোনা আবহে সতর্কতা অবলম্বনের জন্য দীর্ঘ তিন মাস ধরেই ঘরে আটকে আছেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। পুরো পরিবার নিয়ে গৃহবন্দি রয়েছেন তিনি। বাড়িতে অনুমতি ছাড়া বাইরের কারও প্রবেশ একেবারে নিষিদ্ধ।

এর মাঝেই ১৮ জুন চেন্নাই পুলিশের কাছে খবর এল যে দক্ষিণী এই তারকার বাড়িতে বোমা হামলা হতে যাচ্ছে। তার বাড়িতে বোমা রাখা হয়েছে। এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনোরকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ। ঘটনাস্থলে ছুটে গেছে। তবে অভিনেতার পরিবার তাদের অপেক্ষা করিয়ে রাখে বাইরে করোনা ভাইরাস আতঙ্কে।

১৮ জুন সকাল ১১টা নাগাদ চেন্নাইয়ের অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে একটি ফোন আসে। সেখানেই কোনও এক ব্যক্তি জানান যে রজনীকান্তের চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে বোমা রাখা রয়েছে। খবর পেয়েই অভিনেতার বাড়িতে তৎক্ষণাৎ পুলিশি কুকুর এবং বম্ব স্কোয়াড নিয়ে পৌঁছে যায় চেন্নাই পুলিশের একটি টিম।

অন্যদিকে, প্রিয় অভিনেতার বাড়িতে বোমাতঙ্কের কথা প্রকাশ্যে আসতেই রজনীকান্তের পোয়েস গার্ডেনের বাড়ির বাইরে ভিড় জমে যায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে গেটের বাইরে কৌতুহলী জনতার ভিড় সামাল দিতে গিয়ে হিমসিম খেতে হয় পুলিশ বাহিনীকে।

কিন্তু, অবাক করার মতো ব্যাপার, বোমাতঙ্ক ছড়ালেও করোনার ভয়ে পুলিশদের অন্দরমহলে ঢুকতে দিতেই প্রথমটায় নারাজ ছিলেন রজনীকান্তের পরিবারের সদস্যরা। অনেকক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় বম্ব স্কোয়াডের টিমকে। অবস্থা বেগতিক দেখে চেন্নাই পুলিশের উচ্চপদস্থ কর্মী তড়িঘড়ি ফোন করেন অভিনেতাকে। তারপরই তাদের ঢুকতে দেওয়া হয় বাসভবনের অন্দরমহলে।

চিরুনি তল্লাশি শুরু করা হয় পুলিশের তরফে। কিছু পাওয়া যায়নি। তবে চেন্নাই পুলিশের অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে আসা ফোন কে করেছিল? কোথা থেকে এসেছিল? তার খোঁজ চলছে।

সংশ্লিষ্ঠ আরও খবর