শিরোনাম
খুলনার গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন বিএনপি নেতা বকুল লাইভে সার্টিফিকেট পোড়ানো তরুণীকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী বাজেয়াপ্তের ভয়ে রেমিট্যান্স হয়ে ফিরছে পাচারের অর্থ : শামসুজ্জামান দুদু ডেঙ্গু রোগীর সংখ্যা এবার ৫ গুণ: স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন সাতক্ষীরায় ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গ্রেপ্তার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের সালামতি ও দোয়া অনুষ্ঠিত তুরস্কে গণতন্ত্রের জয় হয়েছে : এরদোগান তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি দিশেহারা : ওবায়দুল কাদের

যশোর হাসপাতালে ভর্তি অজ্ঞাত সেই নারী ফিরে পেলেন তার স্বজনদের

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

যশোর জেনারেল হাসপাতালে ১৬ মার্চ রাতে ভর্তি করা হয় অজ্ঞাতনামা এক মহিলাকে। তার বয়স ৪০ বছর। কথাও বলতে পারেন না। যে কারণে তার নাম, ঠিকানা জানাও সম্ভব হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ। থানা পুলিশ পিবিআইকে অবহিত করলে শুরু হয় তার পরিবারকে খোঁজার চেষ্টা। এ কাজে শেষ পর্যন্ত পিবিআই সফল হয়েছে। অজ্ঞাত ওই নারী ফিরে পেয়েছেন তার পরিবারকে।

যশোর পিবিআই’র এসপি রেশমা শারমিন জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর পিবিআই জেলা ক্রাইমসিন টিম ২০ মার্চ যশোর জেনারেল হাসপাতালে গিয়ে অজ্ঞাত ওই নারীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে এলআইসি, পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকায় প্রেরণ করেন। সেখান থেকে খোঁজ নিয়ে জানানো হয় অজ্ঞাত ওই মহিলার নাম ফরিদা খাতুন। তিনি নেত্রকোনা জেলার কান্তপুর গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে। তিনি মানসিক রোগী। ভিকটিমের এনআইডি নং-৪৬৪০৮৭১৯১১।

পরবর্তীতে সংশ্লিষ্ট থানার মাধ্যমে ভিকটিম ফরিদা খাতুনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানা যায়, ভিকটিম ফরিদা খাতুন (৪০) প্রায় এক বছর যাবৎ মানসিক রোগে ভুগছেন। তিনি গত এক মাস যাবৎ বাড়ি হতে নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাচ্ছিলেন না। ভিকটিম কি করে যশোর আসলেন, সে বিষয়ে তারা কিছুই জানেন না। পরবর্তীতে ২০ মার্চ ভিকটিম ফরিদা খাতুনের দুই ভগ্নিপতি আব্দুল গনি (৬০) ও আবু চাঁনসহ (৬৫) পরিবারের সদস্যরা ফরিদাকে নিতে পিবিআই যশোর অফিসে আসেন। পুলিশের বিধি মেনে তাকে তুলে দেয়া হয়েছে পরিবারের সদস্যদের হাতে।

সংশ্লিষ্ঠ আরও খবর