আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


মৌসুমের প্রথম হ্যাটট্রিক রোনালদোর, নাসরের বড় জয়

সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। এই দুই ম্যাচের প্রথমটিতে না খেললেও দ্বিতীয়টিতে খেলেছিলেন পর্তুগিজ তারকা। তবে গোলের দেখা পাননি তিনি। সঙ্গে জয়ের দেখাও পায়নি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে তৃতীয় ম্যাচে এসে জ্বলে উঠেছেন রোনালদো। শুধু জ্বলে উঠাই নয় হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন বড় জয়ও। রোনালদোর সঙ্গে জোড়া গোল করেন সাদিও মানেও। এতে আল ফাতেহর বিপক্ষে ৫-০ গোলে জয় পায় আল নাসর।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে মুখোমুখি হয় আল নাসর ও আল ফাতেহ। আল নাসর প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন থাকলেও আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে আজকের ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে শক্ত প্রতিরোধই গড়তে পারেনি দলটি।

আল ফাতেহের বিপক্ষে হ্যাটট্রিকের মধ্যদিয়ে নিজের ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচটির ৩৮, ৫৫ ও অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে গোল তিনটি করেন সিআর সেভেন।

আল নাসর এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগের ১২ নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।


Top