খুলনা চিত্র ডেস্ক: ডুমুরিয়া রংপুর ইউনিয়নে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, ‘সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা স্বার্থে ঐক্যবদ্ধভাবে মোটরসাইকেল প্রতীকে ভোট দিন। আমি নির্বাচিত হলে ডুমুরিয়াবাসীর বিজয় হবে; আর ষড়যন্ত্রকারীদের ছত্রছায়ায় চিহিৃত অপরাধীরা জিতলে ডুমুরিয়াবাসীর নৈতিক পরাজয় ঘটবে। সকল অন্যায়ের প্রতিবাদ হোক, মোটরসাইকেল মার্কায় সীল দিয়ে। আমি নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়ে অগ্রগামী হবে ডুমুরিয়া।
আজ বুধবার (০৫ জুন) ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নে পথসভা এবং বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি ডুমুরিয়ার মাটিতে কাজ করতে এসেছি, ডুমুরিয়াবাসীর ভাগ্য নিয়ে রাজনীতি করতে আসি নাই। ইতোমধ্যে ডুমুরিয়াবাসীর অভূতপূর্ব সাড়া আমাকে মুগ্ধ করেছে। মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় উপজেলাবাসী চাইলে আগামী ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের নিরব বিপ্লব হবে। বিপুল ভোটে জনগনের প্রতীক মোটরসাইকেল বিজয় লাভ করবে।
মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।