ডুমুরিয়ায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, ‘আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক নিযুক্ত করুন। আমি জনপ্রতিনিধি হয়ে আমিত্ব হাজির করবো না, আপনাদের খাদেম হতে চাই। আপনাদের পবিত্র ভোটের আমানত আমি জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ্। মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ডুমুরিয়াকে বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। শনিবার (২৫ মে) ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়ায় পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণেরগ পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।