শিরোনাম
খুলনার গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন বিএনপি নেতা বকুল লাইভে সার্টিফিকেট পোড়ানো তরুণীকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী বাজেয়াপ্তের ভয়ে রেমিট্যান্স হয়ে ফিরছে পাচারের অর্থ : শামসুজ্জামান দুদু ডেঙ্গু রোগীর সংখ্যা এবার ৫ গুণ: স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন সাতক্ষীরায় ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গ্রেপ্তার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের সালামতি ও দোয়া অনুষ্ঠিত তুরস্কে গণতন্ত্রের জয় হয়েছে : এরদোগান তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি দিশেহারা : ওবায়দুল কাদের

মেহেরপুরের কৃষক হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মেহেরপুরের গাংনীতে কৃষক কামাল হোসেন হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আব্দুল মালেক জর্দার ও তাঁর ছেলে আলমগীর হোসেন। এই মামলায় আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শহিদুল হক। তিনি বলেন, ‘মামলায় প্রত্যাশা অনুযায়ী বিচার পেয়েছি। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাঁদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন।’

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এ কে এম শফিকুল আলম।

মামলা থেকে জানা গেছে, ষোলটাকা গ্রামের কামালের সঙ্গে স্থানীয় মালেকের অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৭ সালের ২৫ মে সকালে আসামিরা কামালের বাড়িতে প্রবেশ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের ভাতিজা ফারুক হোসেন বাদী হয়ে গাংনী থানায় মালেকের ছেলে আলমগীরকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

আদালত থেকে জানা গেছে, দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাবা-ছেলেকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ঠ আরও খবর