তালা (সাতক্ষীরা) :: সাতক্ষীরা তালায় সেই জেলে কন্যা মারুফা খাতুন অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। গতকাল রোববার দুপুরে তাঁর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।
সাতক্ষীরা মেডিকেলে কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের দায়িত্বে থাকা আসাফুর রহমান জানান, ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১৯ হাজার ৯০০ টাকা দিতে হয়েছে। গতকাল দুপুরে গরিব পরিবারের মেধাবী শিক্ষার্থী মারুফা খাতুনের ভর্তিও সম্পন্ন হয়েছে।
মারুফার বাবা অজিত বিশ্বাস বলেন, ‘আমি গরিব মানুষ। মানুষের সহযোগিতায় মেয়েকে মেডিকেলে ভর্তি করাতে পেরেছি। সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করছি।’
মারুফা খাতুন বলেন, ‘র্যাব, নাভানা গ্রুপ, জেলা প্রশাসক (ডিসি) স্যার আমার পাশে দাঁড়িয়েছেন। ডিসি স্যারের দেওয়া ২০ হাজার টাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। যাঁরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবিক ডাক্তার হয়ে সবাইকে সেবা করতে চাই।’
মারুফা ২০২১ সালে তালা মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান।