মুখের স্বাদ ও ঘ্রাণশক্তি হারালেই করোনা পরীক্ষা করুন

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০

মুখের স্বাদ ও ঘ্রাণশক্তি হারালেই করোনা পরীক্ষার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, আগে জ্বর, গলাব্যথা, সর্দি, কাশির মতো একাধিক উপসর্গকে করোনার লক্ষণ বলে ধরা হত। এবার সেখানে ঘ্রাণশক্তি কমা এবং ক্ষুধা কম পাওয়াকেও করোনা উপসর্গের মধ্যে রাখা হয়েছে।

ফুসফুস বিশেষজ্ঞ ডা. সুস্মিতা রায় চৌধুরী বলেন, ‘কলকাতায় রেমডিসিভির মেলা কঠিন। তবে এখনও অবধি এমার্জেন্সি পরিস্থিতিতে টোসিলিজুমাব ব্যবহারে ফল ভাল। রোগী বুঝে এই ওষুধ ব্যবহার করতে পারলে ভাল ফল মিলবে।’

সংশ্লিষ্ঠ আরও খবর