জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধ ও পরবর্তী সংকট মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই করোনা প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করছেন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য সরকার গণপরিবহন বন্ধ করাসহ সরকারি সাধারণ ছুটি দু’দফায় বৃদ্ধি করেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে কোন মানুষ যাতে না খেয়ে থাকে এজন্য সরকার ত্রাণ সহায়তা অব্যহত রেখেছে। তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন কোভিড-১৯ ভাইরাস ক্ষুদ্র হলেও অদৃশ্য এ শক্তির বিরুদ্ধে সারা বিশ্বের মানুষকে একসাথে লড়তে হচ্ছে।
বিশ্বের অনেক উন্নত দেশ করোনাকে মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এজন্য আমাদের অধিক সচেতন হতে হবে। আমাদের উপর দিয়ে এখন কঠিন সময় যাচ্ছে। এখনই সংক্রমণ প্রতিরোধ করা না গেলে আমাদের সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে। এজন্য তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
অত্র এলাকার কৃতি সন্তান শেখ ইউসুফ হারুন আরো বলেন দেশের যেকোন ক্রান্তিকাল সময়ে মাঠ প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের অগ্রনী ভূমিকা থাকে। করোনা সংক্রমণ প্রতিরোধ মোকাবেলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। প্রশাসনের প্রতিটা পর্যায়ের কর্মকর্তারা জীবনের ঝুকি নিয়ে কাজ করছে। তিনি জনপ্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন ঝুঁকি থাকবে, এর মধ্যেও দেশ ও জনগণের কথা ভাবতে হবে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে হবে। যাদের খাবার নাই, তাদের ঘরে খাবার পৌছে দিতে হবে। দেশের এমন পরিস্থিতিতে জনগনের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রনী ভূমিকার জন্য তিনি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে আরো অধিক দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।