গ্রামে গ্রামে পথে পথে, প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কেউ দূরে থাকতে চাই না, তবুও নির্দেশনা একটাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খাদ্যের অভাব হবে না, সুদিন আবার ফিরে আসবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা শ্রমজীবী অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি’র পক্ষ থেকে রবিবার দিনভোর মণিরামপুর উপজেলার ১০ নং মশ্বিমনগর ইউনিয়নে দু:স্থ, অসহায় ও গরীব মানুষের মাঝে ৫০ জনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷
করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র পরিবারের মানুষগুলো ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের খাদ্যের জোগান দিতে চাল, ডাল, আলু, তৈল, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন৷ এসময় উপস্থিত ছিলেন মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
খাদ্যে বিতররণের প্রাক্কালে চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমি এই এলাকার সন্তান, আর এই এলাকার মানুষের অবস্থা দেখে আমার মন কাদে, আমি আমার সাধ্য অনুযায়ী সব সময় ওদের পাশে দাড়ানোর জন্য সদা প্রস্তুত আছি। দেশের এই সংকটকালে খাদ্য সামগ্রীসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকবে।