স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি’র পক্ষে প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জন্য হ্যান্ড গ্লাবস্, স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়েছে।
বাংলা নববর্ষ-১৪২৭, এর প্রথম সকালে (১লা বৈশাখ, ১৪ এপ্রিল) করোনা প্রতিরোধে মণিরামপুরে যেসমস্ত প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশ নিয়েছে তাদের জন্য উল্লেখিত সামগ্রী পহেলা বৈশাখের শুভেচ্ছা স্বরূপ মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহযোগীতায় প্রদান করা হয়।
এ সময় মণিরামপুর উপজেলা নির্বাহী র্কমর্কতা আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা রফিকুল ইসলাম, সেনাবাহিনীর র্কমর্কতা মোকারম হোসেন, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার, প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত র্কমর্কতা সজীব কুশারী, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত র্কমর্কতা ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাতসহ আরো অনেকে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত র্কমর্কতা সজীব কুশারী জানান, বর্তামানে করোনা ভাইরাস মোকাবেলা যারা নিরালস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রতিমন্ত্রীর এ উপহার পাঠিয়েছেন এবং মনিরামপুর বাসীকে নিজ বাড়ি থেকে নিজেকে সুস্থ্য থাকতে বলেছেন।